আজকে এই শীতের রাত কেন বিষাদময় ,
আজকের এই প্রিয় শীত কেন পছন্দ নয় ।
আমি তা জানি না ,
আমি অত জ্ঞানী না ,
এত কথার মধ্যে শুধু একটা কথাই বুঝি ,
চারিপাশের দুঃখের মধ্যে সুখের বাসা খুঁজি ।


আজকের বয়ে যাওয়া হাওয়া করছে না কোন গান ,
সুন্দর প্রকৃতির প্রতি আজকে আমার অভিমান ।
জানিনা তার কি কারণ ,
বোঝা যেন তা বারণ ,
তাও নিজের ব্যস্ত মনকে আমি শান্ত করি ,
অসত্য কাল্পনিক চিন্তা দিয়ে হৃদয় ভরি ।


ভালো লাগছে না গগনের তারা, ভালো লাগছে না মাটি ,
আজকে মন বড্ড ক্লান্ত করে খাটাখাটি ।
ভালো লাগছে না কিছুই যেন ,
জানিনা এমনটি হল কেন ,
জিজ্ঞাসা করি পাগল মনকে কি-ই বা সে চায় ,
উত্তর দেয় না বেচারা উন্মাদ , সেও অসহায় ।।