ভালোবাসা হল অজানা ও অচেনা ,
ভালোবাসাকে টাকা দিয়ে যায় না কেনা ।
ভালোবাসা মুখ লুকিয়ে থাকে না কোন গর্তে ,
ভালোবাসা বন্দী হয়ে থাকে না কোন শর্তে ।
ভালোবাসা ধনী-দরিদ্র সবার-ই জন্য ,
যে ভালোবাসা পায় তার জীবন ধন্য ।
ভালোবাসা হল আনন্দ , ভালোবাসা হল ফুর্তি ,
ভালোবাসা হল হৃদয়ের ভেতরে ঈশ্বরের মূর্তি ।
ভালোবাসা মানে না কোন তর্ক কোন যুক্তি ,
ভালোবাসা পেতে চায় ঘৃণা থেকে মুক্তি ।
সবকিছুর মূলে ভালোবাসার হল বাস ,
আমরা সবাই হলাম ভালোবাসার দাস ।
ভালোবাসা যে বোঝে না তার প্রতি শত ধিক্কার ,
তার এই জগতে থাকার নেই কোন দরকার ।
এই জগতে চাই শুধু প্রেম – ভালোবাসা – মমতা ,
এদের থেকে জগতে কারুর নেই বেশী ক্ষমতা ।
ভালোবাসা, ভালোবাসা ---- শুধু ভালোবাসা-ই চাই ,
হৃদয়ের মধ্যে যেন হয় ভালোবাসার ঠাই ।।