সবাইকে তুমি সবকিছু দাও বিনা করে কোন আশা ,
সবাইকে তুমি বিলিয়ে যাও স্বার্থহীন ভালোবাসা ।
কেউ তোমায় মানে , কেউ তোমায় মানে না ,
তবু তোমার মন কোন ভেদাভেদ জানে না ।
পথ হারিয়ে যখন সবাই দেখে চারিদিক কালো ,
তখন তুমি তাদের সবাইকে দেখাও এগোনোর আলো ।
জাতি ধর্ম নির্বিশেষে তুমি সবাইকে দেখো সমান ,
তাই তো তুমি সবার উঁচু , তাই তো ভগবান ।।


খালিপায়ে রোদে যখন চলি পাথরের পর ,
যখন থাকে না বন্ধু বান্ধব , থাকে না কোন ঘর ।
যখন খুঁজে পাই না জগতে কোন সাহায্যের সাথ ,
তখন তুমি বাড়িয়ে দাও নিজের কোমল হাত ।
বিশ্বাস হয়ে বিরাজ করো তুমি আমাদের মনে ,
সবাই তা জানে কিন্তু কিছু মানুষ-ই মানে ।
বিশ্বাস আস্থা নির্বিশেষে সবাইকে করো দান ,
তাই তো তুমি সবার উঁচু, তাই তো ভগবান ।।