তোমার ওপর দিয়ে আমরা সবাই চলি ,
তোমার বুকেতে বসে কত-ই না কথা বলি ।
কখনও করি তোমায় ভাগ, কখনও বা তোমায় জুড়ি ,
তোমাকে আমরা সবাই মিলে করি কত খোঁড়াখুঁড়ি ।
কখনও দৌড়াই তোমার ওপর, কখনও বা আবার খেলি ,
তোমার বুকে আমরা সবাই কত কি-ই না ফেলি ।
তোমার ওপর আমরা সবাই করি কত অত্যাচার ,
সেই পাপ, সেই অনাচারের হয় না কোন বিচার ।
কোন অধিকারে লোকে তোমায় করে এভাবে ভাগ ,
কোন সাহসে তোমার বুকে কাটে দেশ-বিদেশের দাগ ।
কেন-ই বা কেউ তোমাকে এমন কিনবে বা বেচে দেবে ,
তারা কি নিজের বাবা-মা’কেও বেচে–কিনে নেবে ?
আমরা যে করি এত অনাচার , এত অত্যাচার , এত পাপ ,
ভূমিকম্প রূপে ফিরে আসে সেই কর্মের-ই অভিশাপ ।।