জাতপাত না কখনও জেনেছি , নাই কখনও জানব ,
মানুষ ধর্মকেই মেনেছি আর চিরকালীন তাকেই মানব ।
বিভেদের ভয়ানক বিষ মনের মধ্যে নাই আনব ,
জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কাছে টানব ।
নিজের স্বার্থের উদ্দেশ্যে মানুষ করে বিভেদের সৃষ্টি ,
যাতে তারা কেড়ে নিতে পারে সমাজের দূর দৃষ্টি ।
অন্ধ সমাজকে তারপরে তারা নিজেদের পথে চালায় ,
ধীরে ধীরে তারা সমাজকে নিজেদের গুলাম বানায় ।
শত্রুরা এমনকি ভগবানেরও বিভেদ করে ,
রাম – আল্লা – যীশু – শিব ও নানা নামের ঝড়ে ।
ধর্ম কর্ম অনুযায়ী করে নানা সম্প্রদায় ,
যা আসলে করে সাধারণ জনগণকে অসহায় ।
বিভেদ করা অপরাধ ---- তা এক ক্ষমাহীন পাপ ,
আর যারা করে বিভেদ ---- তারা সমাজের বিষাক্ত সাপ ।
বিভেদের পরিণাম যে কখনও ভালো নাই হয় ,
তাই তো সুস্থ সমাজে বিভেদ বাঞ্ছনীয় নয় ।।