মুখের সামনে বই খোলা , চোখেতে অন্য ছবি ,
মাথায় ঢুকছে না পড়াশুনো , মন আজ কবি কবি ।
ঘড়ির কাঁটা এগিয়ে চলে, সময় এগিয়ে যায় ,
বুঝি না এ কিসের বিরক্তি , কি-ই বা মন চায় ।
এগিয়ে যাওয়া সময়কে দেখে মন একটু পায় ভয় ,
কিন্তু যখন মনোযোগ-ই নেই , কি করে পড়াশুনো হয় ?
আমি সবকিছুই জানি, সবকিছুই বুঝি ,
তবু বিরক্তি দূর করে মনোযোগের উপায় খুঁজি ।
তাতে আমি হই ব্যর্থ , তবুও চেষ্টা করি ,
অনিচ্ছা সত্ত্বেও অঙ্ক করার জন্য কলম ধরি ।
অঙ্কও আমার হয় ভুল, পারি না তা করতে ,
বকাবকির ভয়ে পারি না টেবিল থেকে সরতে ।
যদি বলি বিরক্ত লাগছে, বাবা করবেন বকাবকি ,
শুনবেন মা , দাদু-ঠাকুরমা , পাড়ার সব কাকা-কাকি ।
কি করে দূর করি বিরক্ত, শুধু খুঁজি তার উপায় ,
আর এইভাবেই কেটে যায় পড়াশুনো করার সময় ।।