বাঁচতে চাই আমি তোমাদের হাত ধরে ,
কাটাতে চাই জীবন তোমাদের আদরে ।
যেতে চাই না আমি তোমাদেরকে ছেড়ে ,
মরতে চাই না আমি জীবনের কাছে হেরে ।
তোমাদেরকে দেখতে পাই যেন প্রতিদিন ,
তোমাদেরকে হারিয়ে যেন হই না দিশাহীন ।
আমার কম্পিত হাতকে তোমরা ধরে থেকো ,
দূরে চলে গেলেও কিন্তু আমায় মনে রেখো ।
এখন আমার কাছে এসো , কাজ করো তারপর ,
আমি জানি এ শুনে ভাববে আমি স্বার্থপর ।
তোমাদের ভাবনাটি ঠিক , আমি দেখছি নিজের স্বার্থ ,
কিন্তু যখন পৌঁছাবে আমার বয়সে , বুঝবে এর অর্থ ।।