ব্যস্ত জীবন , ব্যস্ত জন ,
ব্যস্ত হৃদয় , ব্যস্ত মন ।
ব্যস্ত বাস , ব্যস্ত গাড়ি ,
বাড়াবাড়ি ও তাড়াতাড়ি ।


এই বিশাল শহরের বিশাল ভিড়ে ,
নানা প্রশ্নবাণের বাঁধনে ঘিরে ।
হারিয়ে গেছি আমি ,
বুঝতে চায়নি , খুঁজে পাইনি ---- জীবনের অর্থখানি ।


ব্যস্ত আকাশ , ব্যস্ত বাতাস ,
ব্যস্ত নজরে কেন তাকাস ?
এই ব্যস্ত দুনিয়ার ব্যস্ততায় ,
কেন চুপচাপ বসিয়ে ছবি আঁকাস ?


আমি নই মাথা মোটা , শুধু বুঝি দেরী করে ,
তাই তো জীবনে এগোতে চাই কারুর হাত ধরে ।
তারাই বা কেন ধরবে একটা বোকার হাত ?
তারাও আমার থেকে যায় দূরে সরে ।


তখন একটু বাজে লাগে ,
মন হয় ভর্তি দুঃখ রাগে ,
কিন্তু তাতে কিই বা হবে ?
তাই হয়েছে যা লেখা ছিল ভাগ্যের দাগে ।


আমি চলি ধীরে , চলবও ধীরে ,
এই ব্যস্ত শহরের ব্যস্ততার ভিড়ে ।
আমি তাই করব , যা আমি পারবো ,
কখনও আমি জিতবো তো কখনও আমি হারবো ।।