যতই আমি হারি, তবুও করে যাব আমি চেষ্টা ,
যতক্ষণ আছে আমার জীবনে এগিয়ে যাওয়ার তেষ্টা ।
পথ যতই হোক কঠিন , তাতে যতই হোক পাথর ,
কষ্ট ও দুর্ভোগে আমি হবো না কখনও কাতর ।
আপনজনেরা যদি কেউ থাকে না আমার দলে ,
উদ্দেশ্যের কঠিন পথে একাই যাব চলে ।
কখনও আমি হারাবো না নিজের প্রতি বিশ্বাস ,
যতক্ষণ আছে আমার শরীরে আমার শেষ নিঃশ্বাস ।
যদি আমি জানি ঠিক , তবে একাই পথ চলব ,
কখনও বর্ষায় ভিজব বা কখনও ধূপে জ্বলব ।
তবু ন্যায়ের পথ চলা আমি ছাড়ব না ,
অন্যায়ের কষ্ট ও দুর্ভোগে কিছুতেই হারবো না ।
চেষ্টার কোন বিকল্প নেই , সেটা তো আমরা জানি ,
চেষ্টা করাও একটা জিত , সেটা তো আমরা মানি ।
হার ও জিত পরের কথা , চেষ্টাই সবচেয়ে বড়ো ,
তাই যতই কঠিন হোক জীবনের পথ , তা পার এর চেষ্টা করো ।।