দোলের দিনে আজকে মানুষ নানা রঙে মাখা ,
রঙিন হয়েছে গাছের পাতা , রঙিন গাছের শাখা ।
বোঝা যাচ্ছে শুধু মানুষ, চেনা যায় না তাদের ,
রঙ তো আমরা মাখিয়ে যাচ্ছি, জানিনা মাখাচ্ছি কাদের ।
আকাশও আজকে রঙে ভর্তি, নয় যে সে আর নীল ,
ব্রাহ্মণ-শুদ্র-ধনী-দরিদ্র ----- সবার হয়েছে মিল ।
জগতে যেন থাকে না কোন জাত বিভেদের ঘোল ,
দোল যদি মেটায় বিভেদ তাহলে প্রতিদিনই হোক দোল ।।