বেরিয়ে পড়েছি বাড়ি থেকে উদ্দেশ্যহীন ভাবে ,
কপালই জানে সে আমায় কোথায় নিয়ে যাবে ।
চলছি সোজা পথ আর পথের নেই শেষ ,
পার করছি গ্রাম, শহর, প্রদেশ ও দেশ ।
সকাল হয়, দুপুর হয়, হয় কালো রাত ,
পায়ের তলায় স্নিগ্ধ মাটি , ওপরে তারার ছাদ ।
তাও আমি সেই সীমাহীন পথেতে এগিয়ে যাই ,
কারণ আমার আজ আর পিছুটান নাই ।


বাড়ি থেকে চলে এসেছি আমি এত দূর ,
আপনজনের গলার আওয়াজ আজ হারানো সুর ।
বেরিয়ে যাওয়ার সময় তারা আমার হাত ধরেনি ,
কেন যাচ্ছি চলে ---- তা কেউ জিজ্ঞাসা করেনি ।
আমার মনের দুঃখ কষ্ট তারা কেউ বোঝেনি ,
চলে যাওয়ার পর আমায় কেউ কোথাও খোঁজেনি ।
চাঁদ ও তারা আপন হয়ে আপনরা হল পর ,
আজ থেকে বিশ্বনিখিলই হল আমার ঘর ।


চলতে থাকব ততক্ষণ , যতক্ষণ আমি পারি ,
চেষ্টা করব শেষ পর্যন্ত ---- তাতে জিতি বা হারি ।
হেরে গিয়ে কখনও আমি ঝরাবো না অশ্রুজল ,
শরীর হেরে গেলেও আমি হারাবো না মনোবল ।
চলতে থাকব আমি পথে মনেতে নিয়ে জোর ,
কোন না কোন দিন ঠিক হবে সুভাগ্যের ভোর ।।