একাকীত্ব দূর করার অনেক চেষ্টা করি ,
টিভি দেখে বা খেলে মনের শূন্যতা ভরি ।
গান গাই , নাচ করি বা কম্পিউটার শিখি ,
কখনও বা একা বসে চুপচাপ কবিতা লিখি ।
তাও সেই মনের শূন্যতা দূর নাই হয় ,
সব প্রতিযোগিতায় জিতেও হল না আমার জয় ।
জ্ঞান আছে , বিদ্যা আছে , তাও সুখ নাই ,
কি করে দূর করি শূন্যতা সেটাই ভেবে যাই ।
রয়েছে গাড়ি , রয়েছে বাড়ি , রয়েছে অনেক টাকা ,
মাথার ভেতর বুদ্ধি ভর্তি , তাও মনটা ফাঁকা ।
আমার কাছে আছে সবকিছু আপনজনেরা ছাড়া ,
আজকে আমার তাদের-ই দরকার, নেই আজ শুধু তারা ।
আশা নিয়ে ছলছল করা জলভরা দুটো চোখ ,
হাজার লোকের মেলার ভিড়ে খোঁজে আপন লোক ।
এই জগতে কে-ই বা কার , সবাই তো হল পর ,
ভালোবাসা হল জীবনের ভ্রম , একটা বালুচর ।।