তুমি আমাকে নাই বা চাও ,
নাই বা আমাকে ভালোবাসা দাও ।
যতই বা আমাকে দূরে সরাও ,
যতই বা আমার অশ্রুজল ঝরাও ।


তবু আমি তোমায় ভালবাসতে ছাড়ব না ,
চেষ্টা করলেও তোমাকে ঘৃণা করতে পারব না ।
এই কারণে নয় যে আমার লাগে না অপমান ,
কিংবা এই কারণে যে আমি খুব মহান ।


কারণ আমি চাই না আমার মনে ঘৃণা থাকুক ,
যা আমার ভেতরের সব গুণগুলোকে ঢাকুক ।
অন্যরা আমাকে যত পারুক দুঃখ দিয়ে যাক ,
আমি চাই না ভেতরে রাখতে পুষে কোন রাগ ।।


ঘৃণার বদলে ঘৃণা করা নয় আমার স্বভাব ,
ঘৃণা , ঈর্ষা , রাগ বা জেদ হয় না কিছুর জবাব ।।