বয়ে যাওয়া হাওয়ার সঙ্গে আমি এগিয়ে যাই ,
মিষ্টি শীতল পবনের কোলে আনন্দে গান গাই ।
নেই কোন উদ্দেশ্য , যদিও জানা অবশ্য ,
কোথায় যাবে জীবনের পথ , সেটা এখনও রহস্য ।


সবুজ পাতার মধ্যে লোকানো পাখিদের মিষ্টি ডাক ,
আনন্দের সাথে পূর্ণ করে হৃদয়ের সব ফাঁক ।
কোন পাখি যাচ্ছে উড়ে , কেউ আসছে সারাদিন ঘুরে ,
নিয়ে যেও না আমায় শহরে, আমি থাকতে চাই এই অজানা সুরে ।


দুদিক চওড়া সবুজ প্রান্তর , পথটি শুধু সরু ,
খালি গায়ে হাসি মুখে রাখাল চড়ায় গরু ।
মন বলে এখানে থাক , শহর দিক পিছু ডাক ,
আমি তাও এখানেই থাকব , শহর দুঃখ পায় পাক ।।