কেঁদে নে আজ মন ভরে , দুঃখকে যেতে দে বেড়িয়ে ,
হাজার মানুষের হাজার দৃষ্টির হাজার প্রশ্নকে এড়িয়ে ।
ঝরতে দে আজ অশ্রুজলের বন্যা, বেরোতে দে সব ব্যথা ,
সবাইকে ভুলে শোন আজ নিজের মনের থেকে মনের কথা ।
চেঁচা আজ প্রাণ খুলে এই স্বার্থপর জগতকে ভুলে
না ভেবে ভিড়ে’তে লোকেদের প্রশ্ন ।
আসুক আজ হৃদয় ভরে যাক সবাই দূরে সরে
হয়ে যাক আজ তোর হৃদয় শূন্য ।।


কান্না নয় দুর্বলতা বা কমজোরির নিশানি ,
কান্না রূপে বেরোতে দে হৃদয়ের সব বাণী ।
নোনাজল ভেজাক আজ তোর সুখী গাল ,
কাঁদ প্রাণ খুলে ভুলে কাল , আজ ও কাল ।
সাত্যি যদিও যায় ধুলে সবাই যদিও যায় ভুলে
তোকে দেওয়া সব ব্যথা ।
কাঁদ তুই প্রাণ ভরে সেই সব মনে করে
স্মরণ করে সেই দুঃস্বপ্নের কথা ।।