আমি করেছি ভুল ---- সেটা তো আমি জানি ,
আজকে তো তাই তোমার কাছে ক্ষমাপ্রার্থী আমি ।
করেছি আমি অপরাধ ---- তা তো মনে মানি ,
তাই তো তোমার কাছে আনি হৃদয়ের এই বাণী ।
ক্ষমা করো আমায় ভুলে গিয়ে আমার ভুল ,
অথবা দাও এমন সাজা যা ভুলের অনুকূল ।
কিন্তু তুমি আমাকে এরকম এড়িয়ে চলো না ,
আমার জ্বালা আগুনে তুমি নিজে জ্বলো না ।
আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি করো না ,
আমার থেকে এরকমভাবে দূরে সরো না ।
আমার জীবনে আমার সবকিছুই হলে তুমি ,
তুমিই আমার আকাশ পাতাল , তুমিই আমার ভূমি ।
আমাকে ক্ষমা করে দাও সব ভুলের দেওয়ালকে সরিয়ে ,
কাছে এসো আর আমাকে নাও বুকেতে জড়িয়ে ।।