কবিতা কি কেউ বইয়ে ছাপানোর জন্য লেখে ?
কবিতা কি কেউ কখনও পড়াশুনোর মত শেখে ?
কবিতা হল মনের ভাব, যা লেখা কবিদের স্বভাব ,
কে যে কেন কবিতা লেখে, নেই তার কোন জবাব ।
জীবন আমাদের যা শেখায়, জীবন আমাদের যা দেখায় ,
মানুষকে তার হাত ও মন কবিতার আকারে তাই লেখায় ।
কেউ যদি কখনও কবিতার মূল অর্থ খুঁজতে যাবে ,
যা কবি মনে ভাবে, কবিতায় তাই খুঁজে পাবে ।
কখনও লেখে ঠিক তো কখনও লেখে ভুল ,
লেখাতে তার বয়ে-ই গেছে, তার মনের ভাব-ই মূল ।।