এই বিশাল নদীতে নৌকারা চলে ,
গগনের তলে ,
নদীর জলে ।
এই বিশাল নদীতে লোকানো আছে মনুষ্যত্বের ধন ,
এই বিশাল নদীতে আমরা কাটাচ্ছি জীবন ।
এই বিশাল নদীতে লোকেরা স্নান করে ,
কেউ বা মাছ ধরে ,
কেউ বা ডুবে মরে ।
এই বিশাল নদীতে আছে হারানো আপনজন ,
এই বিশাল নদীতে আমরা কাটাচ্ছি জীবন ।
এই বিশাল নদীতে চলে প্রকৃতির মেলা ,
মাছেরা করে খেলা ,
চলে কত ভেলা ।
এই বিশাল নদীতে রয়েছে কত কিছু গোপন ,
এই বিশাল নদীতে আমরা কাটাচ্ছি জীবন ।
এই বিশাল নদীতে মাঝিরা গান গায় ,
কত কি দেখতে পায় ,
কত কি দেখতে চায় ।
এই বিশাল নদী যে বয়েছে কত ওজন ,
এই বিশাল নদীতে আমরা কাটাচ্ছি জীবন ।
এই বিশাল নদীতে লোকেরা সাঁতার কাটে ,
নৌকারা আসে ঘাটে ,
লোকেরা পাড়ে হাঁটে ।
এই বিশাল নদী-ই যে হল আমাদের আপন ,
এই বিশাল নদীতে আমরা কাটাচ্ছি জীবন ।