পড়তে পড়তে হয়েছি আমি বইয়ের এক পোকা ,
খোকা থেকে হয়ে গেছি আমি এক বোকা ।
কারণ আমি না বুঝে করেছি মুখস্থ ,
শৈশব থেকেই তো ওইভাবে অভ্যস্থ ।
E=mc2 সেটা আছে মনে ,
কি করে এল , তা নেই স্মরণে ।
কারণ প্রমাণটা তো আমি পড়িনি ,
যেহেতু নেই Syllabus’এ, তাই ধরিনি ।
এইভাবে পড়ে যে নেই কোন লাভ ,
শুধু নম্বরের বর্ষণ , জ্ঞানের অভাব ।
কিন্তু আজকাল আর কে-ই বা জ্ঞান চায় ?
শুধু জানা দরকার নম্বর বাড়ানোর উপায় ।
পুষ্পাঞ্জলির সময় আমরা মন্ত্র উগরে যাই ,
কিন্তু সেই মন্ত্রের কোন মানে বুঝি নাই ।
সবাই যেহেতু বলছে , আমিও বলছি তাই ,
মন্ত্রেতে কি যায় আসে, প্রসাদ পাওয়া চাই ।
কখনও লাগে দুঃখ বা কখনও পায় হাসি ,
জেনে বুঝে কিভাবে আমরা চড়ছি এই ফাঁসি ।
আমার বলায় কিছুই হবে না , সেটা তো আমি জানি ,
তবু এই ভুল ধারণায় হৃদয়ের বার্তা আনি ।
কোন না কোন সময় আসবে সেই দিন ,
মুখস্থ না করে আমরা বুঝব যেই দিন ।।