আমারও যদি আপনজনেরা থাকত ,
নিজের হৃদয়ে তারা আমার ছবি আঁকত ।
তারা আমার মনের কথা শুনত ,
আমার অপেক্ষায় ঘড়ির কাঁটা গুনত ।
তারা আমার মনের দুঃখও বুঝত ,
দুঃখ’কে দূর করারও তারা উপায় খুঁজত ।
কিন্তু আমার রক্ত সম্পর্কের কেউ নাই ,
কিন্তু আমি তাতে দুঃখ নাই পাই ।
রক্তের সম্পর্কে কি-ই বা যায় আসে ,
ভালোবাসার সম্পর্ক-ই থাকে সর্বদা পাশে ।
কিন্তু আজকাল সেই ভালোবাসা যাচ্ছে হারিয়ে ,
কারণ আমরা-ই তাকে জীবন থেকে দিচ্ছি তাড়িয়ে ।
আজকাল কেউ দেয় না ভালোবাসার কোন দাম ,
সবাই শুধু কিনতে চায় নিজের নিজের নাম ।
কিন্তু বুঝি না এ নাম কেনা কিসের-ই জন্য ,
জীবনের মূল ভালোবাসাই যখন আজ নগণ্য ।
ভালোবাসা ছাড়া এই জীবনটা হল ফাঁকা ,
থাকুক যতই ধন, সম্পদ বা অনেক টাকা ।
ভালোবাসা দিয়ে তুমি ঘৃণাকে হত্যা করো ,
ভালোবাসা ভরা হৃদয়ে মানুষকে আঁকড়ে ধরো ।
বিলিয়ে যাও ভালোবাসা , তবেই থাকবে সুখে ,
দুঃখ ভরা পরিস্থিতিতেও থাকবে হাসি মুখে ।।