অতীত হল ভাঙা কাঁচ , যা কখনও জুড়বে না ,
অতীত হল খেলনার পাখি , যা কখনও উড়বে না ।
অতীত কখনও বদলাবে না , অতীত কখনও পালটাবে না ,
কিন্তু অতীত কখনও তোমাকে এগিয়ে যেতে আটকাবে না ।


অতীত তোমার পরীক্ষা নেবে ,
অতীত তোমায় শিক্ষা দেবে ,
ভবিষ্যতে এগোতে হবে সেই শিক্ষার কথা ভেবে ।


সেই শিক্ষা মূল্যবান , সেই শিক্ষা দামী ,
সেই শিক্ষাই করে তোলে মানুষকে প্রকৃত জ্ঞানী ।
অতীতের ভুলই মানুষকে করে তোলে অভিজ্ঞ ,
সেই ভুল থেকে শিক্ষা নিয়েই মানুষ হয় বিজ্ঞ ।


তাই তো যেই জনে ,
রাখে অতীতকে মনে ,
সেই ব্যক্তিই সুন্দরভাবে নিজের ভবিষ্যৎ বোনে ।


অতীত কখনও চিরকালীনের জন্য যায় না চলে ,
অতীত ঠিক বিরাজ করে সময় নদীর কোলে ।
অতীত কোন না কোন সময় দাঁড়ায় সামনে এসে ,
অজানা ও অচেনা রূপী ভবিষ্যতের বেশে ।


অতীত আমাদের ঠেকায় ,
অতীত আমাদের শেখায় ,
অতীতই আমাদের ভবিষ্যতের সঠিক পথ দেখায় ।।