সাদা পাহাড়ের খাঁজ থেকে লাল সূর্য ওঠে ,
শিশির পরা বাগানে ফুলেরা সব ফোটে ।
শীতের ভোরে ঠাণ্ডা পবন মনকে যায় বুলিয়ে ,
বাগানের মিষ্টি ফুলগুলোকে দিয়ে গেল দুলিয়ে ।
নিঃশ্বাস ফেলার সময় মুখ থেকে বেরোয় ধোঁয়া ,
নীল গগন, শীতল পবন হৃদয়কে দিল ছোঁয়া ।
প্রতিদিন-ই দেখি সূর্য , তাও দেখি না এমন সূর্য ,
নয়ন আরও দেখতে চায় , বাড়ায় মনের ধৈর্য ।
এই মনোরম দৃশ্য জোরালো হৃদয় মোর ,
এই পাহাড় , এই সূর্য আর এই শীতের ভোর ।।