আমি স্বপ্নতেই থাকতে চাই ,
আমি স্বপ্নতেই বাঁচতে চাই ,
বাস্তব দুনিয়ার বাস্তবিকতায় আমি কিছুই নাই পাই ।
আমি জানি স্বপ্ন ভুল , আমি জানি স্বপ্ন ভ্রান্তি ,
তাও স্বপ্ন অনেক ভালো , তা হৃদয়কে দেয় শান্তি ।
বাস্তবে মানুষ যা না পায় , স্বপ্নতে তা সবকিছু পায় ,
তাই তো মানুষ বাস্তবকে ভুলে স্বপ্নের জগতেই থাকতে চায় ।
স্বপ্নেতে নেই কোন বাধা, স্বপ্নেতে নেই কোন বিপত্তি ,
স্বপ্নেতে নেই কোন দোষ , স্বপ্নেতে নেই কারুর আপত্তি ।
স্বপ্নেতে নেই কোন দুঃখ, নেই কোন খুশির সীমানা ,
স্বপ্নেতে নেই কোন বাঁধন , নেই তাতে কারুর মানা ।
স্বপ্নেতে করে হৃদয়ের অন্তরে গভীর ইচ্ছার সব সৃষ্টি ,
স্বপ্ন দেখায় সবকিছু যা দেখতে পায় না বাস্তব দৃষ্টি ।
স্বপ্ন আমাদের হারানো আপনজনদের নিয়ে আসে পাশে ,
স্বপ্ন আমাদেরকে নিজেদের ইচ্ছার কাছে নিয়ে আসে ।।