জীবনটা যদি হত আমাদের দাস ,
তাহলে কেউ কখনও হত না উদাস ।
যে যা চাইত , সে তাই পেত ,
বাস্তবের পৃথিবী সুস্বপ্ন হয়ে যেত ।
লুপ্ত হত না তবে প্রাণভরা হাসি ,
চড়াতে হত না নিজেদের ইচ্ছাদেরকে ফাঁসি ।
দুঃখতে হত না ব্যথিত কখনও কারুর বুক ,
সব মানুষের সর্বদা থাকত হাসি মুখ ।।


কিন্তু


জীবনটা আমাদের যে দাস নয় ,
তাই তো মানুষ উদাস হয় ।
যে যা চায় , সে তা নাই পায় ,
বাস্তবের জগত বাস্তবেই থেকে যায় ।
প্রানভরা হাসিও কখনও যায় হারিয়ে ,
যখন দুঃখের দেওয়াল সুখের মাঝে যায় দাঁড়িয়ে ।
জীবনে দুঃখ আর ব্যথা আছে মস্ত ,
যা সুখের রবিকেও করে দেয় অস্ত ।