মাগো,জীবনে করেছি অনেক ভুল
তোমারে দিয়েছি কতই না কষ্ট,
জানি তবুও তুমি মা শ্রেষ্ঠ।


আঁধারে যখনই হেঁটেছি একা,
তখনই পেয়েছি তোমারই দেখা।
তুমি ঘুচিয়েছো মোর সকল দুঃখ-বাসনা,
যতবারই হয়েছি পথভ্রষ্ট।


মাগো,মোরে ক্ষমা কর-
আমি নির্বোধ,আমি পাপী,
বারে বারে তোমারে দিয়েছি আঘাত।


তবুও তুমি শয়ে গেছো-
মিথ্যা হাসিতে লুকিয়েছো,
কত না বেদনা,কতনা যন্ত্রনা,
জানি সবই আমি-
তবুও ঘোচাতে পারিনি,তোমার দুঃখের আধার।


মাগো,আমি মিথ্যাচারী নই-
আমি তোমারই সেই স্নেহের সন্তান।
দেখবে একদিন সব দুঃখ ঘুচে যাবে,
আধার ঘুচে হবে আনন্দের আলোকময়।
ভরে উঠবে সর্ব মাতৃসন্তানের হৃদয়,
শুধুই ভালবাসার ছোঁয়ায়।।