বয়স আমার মাত্র সবে দশ
করি নাই লেখা পড়ি;
করছি শুধু হকারগিরি-
বয়সে কি সাজে আমার তাই!
কথা ছিল হবো ডাক্তার,
হয়ে গেলাম হকার।
কেউ আবার করছে শুধু-
দিনভর মোবাইলের তিনপাত্তি,
আর পার্টস চুরি।
যাহা সাজে না এই বয়সে...
কেউ আবার মিষ্টির দোকানে-
বাসন মাজে,ঝাড় যায়,
কেউ করছে শুধুই লজেন্স ফেরি,
সকাল হতে সন্ধ্যে বড়দের চাকর গিরি।
সবই ঘটে অভাবের অনটনে,
বদলায় না দিন ক্লান্তি আসলেও-
হাসিমুখে সবই চলে অভাবের ঘরে।