সুখের উল্লাসে মেতেছিল,
যে আপনজনেরা-
তারা আজ কেউ ভালো নেই!


গভীরভাবে ক্ষত আজ-
সেই সর্ব আপনজনের হৃদয়।


সুখের উল্লাসে মেতে,
যখন রক্তপিপাসু হয়ে উঠেছিল-
ধিক্কার জানিয়েছিল,আঙ্গুল তুলেছিল...
আমাদের দিকে চেয়ে!


পথে সর্বহারা করবে বলে,
প্রতিজ্ঞা করেছিল-
তারা আজ কেউ ভালো নেই।


হঠাৎ নির্ঝরের বেশে ঝরে পড়লো
তাদের অহংকার,অর্থের গরিমা,
আজ তারা কেউ ভালো নেই।


তারা নিরুপায়,স্বজন হারা...
সুখের খোঁজে দিশেহারা!