কতগুলো বসন্ত পেরিয়ে এসেছি,
তোমাকে ছাড়া।
কতগুলো দিন,কতগুলো রাত কেটেছে,
নিঃসঙ্গভাবে,একাকীত্বের অন্তরালে বসে।
তোমার ফিরে আসার অপেক্ষায়...
আজও চেয়ে আছি দিশাহীনভাবে,
তবুও তুমি ফিরে এলে না।


যদি আধারের ছায়া নেমে আসে জীবনে,
যদি এই রজনীর শেষে হয় মোর মৃত্যু।
তবে কোন অপেক্ষায় রয়েছো পড়ে,
তুমি আজও সেই সুদিন চেয়ে।
জানি তুমি,মেতেছো আজ বিরহ সজ্জায়-
জীবনযাপন হয়ে উঠেছে তোমার কাছে তুচ্ছ,নগণ্য
তোমার কাঙ্খিত জীবনে,তুমি আজ দিশেহারা...
সুপুরুষ খুঁজতে গিয়ে!


তবুও তুমি লাজুক,প্রেমবিরহী,
এঁকেছ চোখে নানান বিরহের ছবি।
স্মৃতির পথ বেয়ে আজ ভালোবেসেছো ঠিকই-
কিন্তু মগ্ন রয়েছো আমার অপেক্ষায়,পথ চেয়ে...
যদি আমি ফিরে না যাই,
তবে কি তুমি ফিরে আসবে না!!