ভগবান, তুমি পৃথিবীতে আসো
  স্বর্গে থেকে লাভ কি
ধরাধামের চেয়েও বেশি
   আছে উপরে চাপ কি?

মানুষের সাথে খারাপ হলে
   কর্মফলের দোহাই দাও
ভালো যদি হয় গো কারো
   তখন, নিজের ক্রেডিট নাও।

এই যদি হয় তোমার বিচার
   মানবো বলো কেন
রক্তমাংসে প্রাণ দিয়ে
  তবে, সৃষ্টি করেছ কেন!

আয়লা আসে, লায়লা আসে
  আম্ফানের ওই মুষলধারা
তারি মাঝে যুদ্ধ করে
    আমরা যেন ছন্নছাড়া।

এ পৃথিবীর মালিক তুমি
    দেখো একটু চেয়ে
মর্তবাসি মরবো সবাই
  এবার খেতে না পেয়ে।