আমার দুঃখ আমারি থাক
সবার সুখে আমি হবো সুখী
আমার কারণে কেহ যেন কভু
কষ্ট না পায়, না হয় দুঃখী।


সবাইকে নিয়ে চলতে যেন পারি
এই আশীর্বাদ ভগবান তুমি করো
কোনো পাপ কাজ করতে যাওয়ার আগে
হাত দুটি মোর কাঁপে যেন থর থর।


সত্যি কথা বলার সাহস পাই
মিথ্যে বলতে কণ্ঠ কেঁপে যাক
প্রার্থনা মোর এই টুকুই হে প্রভু
পৃথিবীতে শুধু ভালোবাসা বেঁচে থাক।


ধরাতে তুমি পাঠিয়েছো কত দূত
তারা শুনিয়েছে নানান মধুর বাণী
আমরা সবাই জলকে বলি জীবন
জলের আরেক নাম যে হলো পানি।


ফুল যেমন পরের জন্য ফোঁঁটে
আমিও যেন লাগি পরের কাজে
এমোনি কাজ করে যেতে চাই
মরণ পরেও থাকি সবার মাঝে।।।।