রাজাও নেই প্রজাও নেই রাজত্ব আজ শেষ
গর্ব করে বলছি,
               আমার "ভারতবর্ষ" দেশ
একটা মাত্র বোতাম টিপে দিলেই জনগন
  নেতা মন্ত্রীর ভাগ্য তাতেই হবে নির্ধারণ।


সচেতন হও দেশের মানুষ, খোলা রাখো চোখ কান
    চোরের কাছে হয়েও না নত, হারিও না সন্মান
     করের টাকা ফেরত পাবো সেটাই অধিকার
      মূল্যবান ভোট নেতাকে দিচ্ছি আমরা ধার
       তার বদলে বুঝে নেবো কাজের খতিয়ান
হকের জিনিস ফিরিয়ে দিয়ে করছে না কোনো দান।
  
ধর্মে আমি হিন্দু,
                 বন্ধু রিয়াজ মুসালমান
সর্দার শিখ ভাই গো আমার,
                            বোন টেরেজা খ্রীষ্টান।


বৌদ্ধ জৈন প্রতিবেশী মোর মিলেমিশে থাকি সবে
রক্ত মাংসের মানুষ আমরা, বিভেদ কিসের তবে?
     বৃহৎ গণতন্ত্রের দেশে সাধারণতন্ত্র আজ
  ভারতের মতন মহান দেশে জনতার চলে রাজ।