গ্রাম আমার মায়ের মতন
   যত্ন করে রাখে
ভালোবাসার স্নেহের চাদরে
   আদর করে ঢাকে।


গ্রাম ছেড়েছি অনেক বছর
   কেটেছে অনেক মাস
কাজের চাপে হয়েছি ভিন্ন
    কমেনি মনের আশ।


কি আর করি উপায় নেই
   সংসার বড়ই দায়
পরিবারের মুখ চেয়ে
   করতে হবে আয়।


থাকিনা কেন যতই দূরে
  ভুলবো না তার দাম
সবুজে ভরা সজল সুফলা
   আমার সোনার গ্রাম।।।।