মাঝে মাঝে ইচ্ছে হয়
  নদীর মতন হয়ে
নগরে শহরে এঁকে বেঁকে
   সাগরে যাই বয়ে।


কখনো ভাবি পাখি হই
  মেলেদি দুটো পাখা
যেথায় খুশি সেথা যাবো
  এক স্থানে নয় থাকা।


পুরানো ভুলে, নতুন করে
মনে জাগে মোর স্বাদ
পৃথিবীতে জোৎস্না বিলাই
   হয়ে রাতের চাঁদ।


হঠাৎ ঘুম ভেঙে দেখি
সবে কাক ভোর
ঘাসের উপর সোনা ঝরা
  শিশির বিন্দু মোর।।।