যদি আমায় বলো তুমি
আমি খারাপ ছেলে
অবহেলা করে যদি
দাও আঁধারে ঠেলে ।
কাছে না এসে
দূরে থেকে শুধু
করে যাও যদি ঘৃণা
এমন করে কোন দিনও কি
কাউকে যায় চেনা ?
বলো, কাউকে কি যায় চেনা ??


যেমন ধরো চাঁদ
      আমাদের কত দূরে থাকে
জোৎস্না দিয়ে পৃথিবীকে
         আলো করে রাখে
  হাত বাড়ালেই চাঁদকে
    যদি হাতে পাওয়া যেত!
চাঁদের মধ্যে থাকতে পারলে
     কত ভালো হতো ।
ভাবি না যে, কেউ তো আমরা
    চাঁদ হলো প্রানহীন
প্রাণের কোন অস্তিত্ব নেই
  আলো অপরের ঋণ।


বরং, আমরা ঘৃণা করে
   দি যাকে হায় মেরে
শুয়োপোকা থেকে সেই তো পড়ে
   প্রজাপতি হয়ে ফেরে।


দূরে থেকে তাই বলা যায় না
      কি আছে কার মনে
কাছে এসে ভালবাসলেই
      নেওয়া যায় তাকে চিনে।।।