কোথায় গেলে তোমায় পাবো
   তুমি বলো না
তুমি আমার 'মা' জননী
    দেবী প্রতিমা।


তোমার মতন, কেউ তো আমায়
       ভালোবাসে না
   কষ্ট পেলে তোমার মত
        দেয়না সান্তনা।


রোজ সকালে সূর্য ওঠে
    তোমার মুখটি দেখে
রাতের তারা মিটি মিটি চায়
    তোমার আদর মেখে।


মাতৃগর্ভে দশমাস তুমি
   রাখলে কেমন করে
ছোট্ট থেকে করলে বড়
শুধুই মনের জোরে।


আমার ঘুমের জন্য নিজে
    জাগলে সারা রাত
আমার পেট ভরাতে তুমি
  আধপেটা খেলে ভাত।


যাবেনা বোঝানো 'মা' হারানো
    কত যে যন্ত্রণার
সেই তো বোঝে এই পৃথিবীতে
    'মা' থাকেনা যার।।।