কেউবা থাকে অনাহারে
  কারোর রঙীন রাত
টাকা ঢেলে কেউ, বাইজি নাচায়
  জোটেনা কারো ভাত।


দুর্বৃত্তের এই সমাজে
কিসের আবার গর্ব করি
যে যাচ্ছে রসাতলে
তাকেই আমরা মানুষ বলি।
ছিঃ লজ্জ্বা হয়?


লজ্জ্বা হয় এটাই ভাবতে
  নিজেকে বলি জ্ঞানী
মানুষ নাকি শ্রেষ্ঠ জীব
  ভুল ধারণাই জানি।


চেয়ে দেখো, ওই পশু পাখি গুলো
  ভালো আছে শতগুনে
নিষ্পাপ তারা শিশুর মতন
      পাপ নেই যে মনে।


দল বেঁধে তারা থাকে একসাথে
   মিলে মিশে করে কাজ
ছেলে বউ নিয়ে সুখে থাকি মোরা
    বাবা+মা পর আজ।
       ছিঃ লজ্জ্বা হয়?