কেউ তোমাকে "আম্মা" বলে
       কারোর তুমি "মা",
তোমার সাথে কোন কিছুর
           হয়না তুলনা,
তোমার উপমা তুমিই নিজে
           মঙ্গলময়ী 'মা',
মায়ের স্নেহ ভালোবাসার
            হয়না বর্ণনা।


মায়ের কোল শান্তির নীড়
        অনূভুতিই মুখ্য,
সেই কোলেতে ঘোমাতে গেলে
    ভুলে যাই যত দুঃখ।


বিদ্যাসাগর ঝড়ের রাতে
    মানেননি যে হার
মার অসুখে, সাঁতরে নদী
    হয়ে ছিলেন পার।
আরো কত মহাপুরুষ
  জন্মেছেন এই দেশে
"দেশ" মাতাকে 'মা' ভেবে নিজ
  ফাঁসিতে চড়েছে হেঁঁসে।


এপার বাংলা ওপার বাংলা
   ভাষার জন্য দিয়েছি প্রাণ,
বাংলা ভাষা *মা* গো মোদের
        ভুলিনি তোমার দান।


এক ফোঁটা তার দুধের ঋণ
    কভু মোরা ভুলবো না,
সে যে আমার *মা* জননী
    *মা*মা*গো*মা*।।।।।।