কিশোর কিশোরী ছিলাম দুজন
  মন দুটি ছিল তাজা
কল্পনারী ভেলায় চড়ে
  তুমি রানী, আমি রাজা।


কতই সুখে কাটতো যে দিন
  গোলাপ চারার বাগানে
রাতগুলো ছিল বিষণ রঙিন
   হতাম এক স্বপনে।


পুরোনো স্মৃতি পড়লে মনে
       কষ্ট হয় আজ
দেখতে তোমায় যেতাম আমি
   ফেলে রেখে সব কাজ।


দুযুগ পরে অতিথি হয়ে
  এলে আমার ঘরে
আজ তুমি অন্য কারো
আমিও কারোর তরে।।।।।