হারিয়ে গেছি আমি ওগো তোমার কালো গভীর চোখে
     কত ভালোবাসি তোমায় কি করে আজ বলবো মুখে
মন থেকে আমি বলছি শুধু তোমায় ভালোবাসি
     তোমার কথা পড়লে মনে বারে বারে ছুটে আসি।


কেনই বা বাসবে ভালো আমায় তুমি বলো
  আমি হলাম রাতের আঁধার তুমি ভোরের আলো
মেঘের মর্ম কেউ বোঝেনা বৃষ্টি হয়ে ঝরে
বৃষ্টি হলেই শুধু যে গো তোমায় মনে পড়ে ।


কখনো আমি ক্লান্ত হয়ে শান্ত দিঘির পারে
  কখনো আবার নিরব হয়ে একলা বসে ঘরে
যখন আমি একলা থাকি একলা এ জীবন
  যখন আমি ক্লান্ত হই ক্লান্ত হয় মন
যখন শুধু দু-চোখ বয়ে অঝোরে অশ্রু ঝরে
   জানিনা আমি তখন কেন তোমায় মনে পড়ে।


সবাই আছে বন্ধু স্বজন সবাই আমায় ঘিরে
মনটা আমার হাঁপিয়ে ওঠে প্রিয়জনদের ভিড়ে
   স্নেহ-ভালোবাসা মায়ার সাজিয়ে উপহার
বোঝাতে চায় ভালোবাসি ভালোবাসার সার
  স্নেহের ফাঁকে তাদের শুধু স্বার্থটাই চোখে পড়ে
কেন জানি না তখনও শুধু তোমাকেই মনে পড়ে।


বৈশাখেতে গাছেদেরো নতুন পাতার তরে
    আগের যত শুকনো পাতা চৈত্র মাসে ঝরে
তখনও সেই একি ভাবে তোমাকেই মনে পড়ে।


তোমার আশায় থাকছি থাকবো আমি চিরকাল
  যতই তুমি দাওনা ব্যাথা ছাড়বো না তবু হাল
মৃত্যুর শেষ মুহূর্ত আগে তোমায় দেখার তরে
  তখনো বলবো একি কথা তোমায় মনে পড়ে
     তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে।।।