অদিতি
তোমার জন্য ক্ষোভে পৃথিবীর প্রেমিকা
পুরুষতন্ত্রে ওঠে হেলে সাপেদের বিষ
হিরণ্য জলে শুয়েছিল শুকতারা
ক্লান্তির ঠোঁট ছুঁয়েছিল কিউলিস ।


শরতের মেঘ দেখেছিল কবিমন
তোমারই কাব্য লিখেছিল কালিদাস
বিরহের ফুল অ্যাটমিক হয়ে গেলে
মৃত্যুও খোঁজে জীবনের বারো মাস ।


তোমার শরীরে ছোটে ঈশ্বর কণা গুলি
ম্যাগনেটিজম ভরা মহাকর্ষের সত্য
স্থির হয়ে বসে দাঁড়ি-কমা-হাইফেন
চুপ চেয়ে থাকে ফ্রয়েডীয় তত্ত্ব ।


অদিতি
তোমার মূর্ত রূপ অজান্তা ইলোরায়
ছায়া ছুঁয়ে আছে স্বাতী নক্ষত্র জল
সিন্ধুর পাড়ে ছুঁয়ে গেলে সভ্যতা
ব্যার্থ সাহানি ছড়ায় প্রত্নের বল্কল ।