শেষের তারাটির কাছে
সবুজের অন্ধকার বন্ধক রেখে
আলোর নাভীতে ভাসছে একাকী একতারা


একখানি তার ; অব্যক্ত কথার
দুখ ধরে বেজে ওঠে বাউলানী টানে
দয়ার্দ্র ; মাধুকরী  অন্যের
                           অন্যে   আপনে


প্রলুব্ধ খঞ্জনী তারে দিতে যায় তাল
যদিও বেসুরো তবু
              সুরে আনে কখনো সখনো ।


কাছে আর দূরে থেকে দেখে এক পূর্ণ অন্তঃসার
আলো আর একতারা এক হয়ে যায়
                                            জনমের পার ।