শব্দহীন জেগে থাকা
মৃত্যুর চেয়েও ভয়ংকর মনে হলে
তমশার কালিমায় জোনাকির শব্দ
বেঁচে থাকার স্বরলিপি তোলে
মৃত্যুপর্দা ভেদ করে নৈঃশব্দ্য কুহরে  
বৈষ্ণবীর খঞ্জনি হয় আধপোড়া চাঁদ
রাত্রির গান ভাসে অসীম সায়রে ।
        
                          Sourav