এই পৃথিবীর আপন ভাবো যদি
আসার পথে বসো পাশের সিটে
একলা ঘরে বেবাক থাকি আমি
দেখলে না কি অবাধ্য কালশিটে ?


চোখের তলে কালো রঙের রেখা
কালশিটে না ভাবতে পারো জানি
মুখোশ খুলে কেউ বসেনি কাছে
হাসির আড়ে করে গেছে শয়তানি


শয়তানের কি ছলের অভাব থাকে
হাসিল করে অভিসন্ধি গুলো
চলতি দিনের অবিশ্বাসের যুগে
কজন বলো বিনম্রতায় ছুঁলো ?


সবাই তো সেই সুযোগ খুঁজে চলে
আমিও ঠিক সুযোগ সন্ধানী
সুযোগ খুঁজি তোমার কাছে যেতে
দিব্যি কাটি করবোনা দুষ্টুমি


ভালোবাসা টা কালের ঘরে তোলা
চোখের কোনে হটাৎ আসে জল
কালকে যদি কলেজে যাও সাথে
বলবে কথা তুমি অনর্গল ?


আমি তখন তোমার পাশে বসে
আমার মতো হারিয়ে যাবো বেশ
ভালোবাসাকে বুকের কোনে রেখে
সুযোগ বুঝেই হবো নিরুদ্দেশে ।