একদিন দেখা হবে সেখানে
যেখানে তারারা খসে পরে।
এখন শুধু স্তব্ধ থাকা, যাত্রা সবে শুরু
শিখর এখনো অনেক দূরে।
বরফের স্তরে স্তরে গল্প গুলো লিখে রাখো,
ফিরে এসে পড়বো ক্ষনো।
হয়তো আর দেখা হবে না, দূরত্ব অনেক।
তখন মনে থাকবে তো!?
নাকি ভুলে যাবে সবার মতো?
সে যাই হোক আমি
আমি খুঁজে নেব, ঘাসে ঘাসে তোমার পদধূলি,
বাতাসে তোমার ঠিকানা।
কাছে গেলে চিনতে পারবে তো?
-যদি না পারি?
তাহলে ব্যস্ত স্টেশন থেকে
স্মৃতি গুলো খুঁজে নিয়ে তোমার সামনে তুলে ধরবো।
অস্বীকার তো করতে পারবে না তখন!
‘-হয়তো আমি বদলে যেতে পারি,
ভালোবাসা তো আর নেই!’
তাহলে আমি তুচ্ছ, বৃথায় নষ্ট তোমার সময়।
যদি কখনো প্রেম জাগে মনে
এই কৃষ্ণচূড়ায় থেকো অপেক্ষায়।
এখন বিদায়।।


এখন বহু সময় হয়েছে পার
আমি শিখর ছুঁয়ে এসেছি, লিখেছি তোমার নাম।
তোমায় অনেক খুঁজেছি, তবুও পাইনি।
তুমিও হারিয়ে গিয়েছো হিমবাহের সাথে সাথে।
ব্যস্ত স্টেশনে বৃথায় নষ্ট সময়।
যত দূর মনে পড়ে;
শুধুই অন্ধকার মহাসাগর, নিস্তব্ধ-নির্জন।
আমি আজও একলা।
বাতাসে বাতাসে কথা হয়
ধূলি কনারা করে হাসি-ঠাট্টা।
আমি অসহায়!
না আমি হাড়িনি, ঠিক খুঁজে নেব।
আবার যাত্রা শুরু,
জাহাজ মাস্তুল আরও দৃঢ়।
একদিন ঠিক দেখা হবে সেখানে
যেখানে তারারা খসে পড়ে।।