একদিন তোমার সাথে, সারাদিন
যাবে? রক্ত মাংস বাদে মানুষ যেখানে
মাটি খোঁজে। ছাড়বোনা হাত কিছুতেই
যাবো বহু দূরে স্বর্ণালী রেখা ধরে
একটা গোলাপ নেব সাথে
কোনো কল্পনাময় উপত্যকায়
আবেগজড়িত কণ্ঠে প্রেম নিবেদন
                                        গ্রহণ করবে?


নাহয় যাবো আরও দূরে
অমৃতের মোহ ত্যাগ করে
তৃণশয্যায় দুজনে বসে
দূরে পর্বত রেখার ধাপ গুনব,
শীতের চাদরে ঘুমন্ত নিচের উপত্যকা
পর্বত চূড়ায় কণ্ঠ উচিয়ে মাথা তুলেছে চাঁদ
একটা চাদর জড়িয়ে বসবো দুজনে
পাশে মৃদু রবীন্দ্র সংগীত। মায়াবী জীবন!
                                            যাবে সাথে?


এত কিছু নাহয়, একদিন
এক কাপ চায়ে আসো, অল্প সময় নিয়ে
কিছু কথা নাহয় বাকি থাকবে
এখনো গোটা জীবন পড়ে আছে
কথা বাকি থাকা ভালো।
                             আসবে তো?


একদিন তোমার সাথে, সারাদিন
স্বপ্ন বুনবো, শুধু গোলাপ ফোটার অপেক্ষা।