কথা ছিল ভোরের সূর্যোদয় দেখার
ঘুম ভাঙতে ভাঙতেই বিকাল,
তখনও শেষ হয়নি গ্রহণ।
অপেক্ষায় থাকতে থাকতে
সন্ধ্যাতারা  উঁকি দিলো আকাশে।


তার খোঁজে হাত বাড়াতেই
অমাবস্যার গভীর অন্ধকারে ঢাকলো শহর।
তারার স্থান পরিবর্তন বুঝতে বুঝতেই
ভোরের আকাশে মেঘ হাজির,
তারপর সারাদিন ধরে ভিজেছে মাটি।
আঁধার নাবতে খুলেছি ডাইরি
পাতা উল্টাতে উল্টাতে কখন ঘুমিয়েছি-
বুঝতেই পারিনি।
সব বাকি থেকে গেল
তার খোঁজ বাকি থেকে গেল!