ফোনের ভারে প্যান্ট নেবে যায়!
ভিকিরিতে ভরে দেশ!
কলকাতা হবে লন্ডন,
এমন'টাই তো আদেশ!


শিল্পপতিদের রেশ লেগেছে,
শিল্পের নেই শেষ!
তবু চাকরির খোঁজে বেড়িয়েছে,
যুবক অশেষ!


রাস্তা-ঘাট ঝা-চকচকে,
পরিস্কার হচ্ছে দেশ।
তবু ফুটপাতে লুকিয়ে রয়েছে
ছিয়াত্তরের এক দেশ!


ভগবান তো খেতে পায়না,
তাই করছে এত "ডোনেট"!
তাই তাদেরকে দেয়না এরা,
রাস্তার ধারে যারা অর্ধ-"নেকেট"!


ডাস্টবিন এর ধরে পরে যারা,
তারা পায়না রেশন!
রেশন পায় তারা,
ছাদের নিচে যাদের জীবন-জাপন!


স্কুল ভর্তি ছাত্র-ছাত্রী,
শিক্ষক গুটি কয়েক!
ব্যাগ-জমা-জুতো সব'ই পাবে,
শিক্ষক চেওনা শুধু!


চাকরি আজ পথে-ঘাটে,
বিক্রি হচ্ছে পাঁচ-দশ লাখে!
যোগ্যতা নয়, টাকা লাগে,
চাকরি করতে গেলে!


আরে চুপ!
জোরে বলোনা, আস্তে বল!
অসুবিধা আছে!
.....এ আমাদের পশ্চিমবঙ্গ
এখন যে বাংলা রে!