আমি দেখেছি জনশূন্য পান্তরে একলা গাছটিকে
ঝড়ের ঝাপটা সহ্য করে টিকে থাকতে।
                     আমি শিখেছি।


জলপ্রপাতে ঝাঁপ খেয়ে
তার দূর্গম পথ পার করে চলা দেখেছি
দেখেছি তার ছুটে চলার অদম্য ইচ্ছা,
পাথরে ধাক্কা খেয়েও ছুটে চলা।
                 আমি শিখেছি।


দেখেছি শক্ত লোহা তপ্ত হয়ে
কামারের হাতে বেঁকে পরে,
শীতল হতে তার বজ্রমুষ্টি আমি দেখেছি।
                আমি শীতল হতে শিখেছি।


আমি মাকড়শার ফাঁদে পড়ে যুদ্ধ করেছি।
চেনা প্রকৃতির মাঝে অচেনা হয়েছি,
দেখেছি হরিণ শিঙের প্যেঁচ,
দেখেছি সাদা বকের কালো চঞ্চু।
শেষে কাকের চোখে মুক্তো আমি পেয়েছি।
বাস্তব আমি তোমায় জয় করেছি।