না পারলামনা!
আজ আমি ব্যার্থ।
আমার অনুভূতি গুলোকে,
আমার কবিতায় করতে আবদ্ধ।


তবুও আমার আবেগী মন, ফেরারি হয়ে
ছুটে চলেছে অক্ষাংশ দ্রাঘিমাংশ ভেদ করে,
তোমার পরিবর্তনের কারণ বিশ্লেষণে।
তুমি বাস্ত 'ফেসবুকে',
'ফ্রেন্ড রিকুয়েস্ট' ডিলিট করতে,
আমার হৃদয়ের বার্তা পড়বে কি ভাবে!?


তুমি কারো কাঁধে হাত রেখে,
শরীরটা কাছে টেনে,
'সেলফি' তুলে দিয়েছ 'স্ট্যাটাসে'।
আমার অনুভূতি গুলো
চাপা পড়ে গিয়েছে,
তোমার ফোনের 'ব্যাক কোভারে'।


তোমার ভুল ভেবে
করেছি 'ডিলিট' ফোন থেকে,
তবুও সেই ছবি ভেসে ওঠে মনের 'গ্যারালিতে'।
তোমার হৃদয় ভরে গিয়েছে 'আপডেটে',
আমার হৃদয়ের 'পাসওয়ার্ড'
রয়ে গিয়েছে তোমার পুরানো 'ভার্সনে'।


জানি তোমার কাছে এখন নগন্য,
তবুও মশাল জ্বালতে,
দেশলাই কাঠি একান্ত কাম্য।
জানি তুমি 'হোয়াটসঅ্যাপে' খুব'ই বাস্ত।
তবু সময় পেলে , অনুভূতি গুলোকে মুক্তি দিয়ে,
তাদের আদ্রতা একবার মেপো।


যদি মনে হয় সব'ই আমার মত্ততা,
তোমার অতীত আর বর্তমান,
একবার দাঁড়িপাল্লায় মেপোনা।
যদি মনে হয় আমি ভুল,
আমার অনুভূতি গুলোকে করে দিও খুন।
তোমার বাস্ত আঙুলের ফাঁকে, পড়ে থাকা সময়ে
আমার অনুভূতি গুলোকে একটু গ্লাসে ঘেঁটে,
'বিদায়' বলে মুক্তি দাও আমাকে চিরতরে।।