হে সাথী!
'ক্ষয়িষ্ণু সময়ের ঝরে পড়া বালি,
চাপা ফেলে দিচ্ছে স্মৃতি গুলি।
দুঃখের ক্ষুরধার আলিঙ্গনে,
ক্ষত বিক্ষত হচ্ছে স্বপ্নের ডানা গুলি।
সময়ের তীক্ষ্ণ তিরে,
নষ্ট হচ্ছে খালি, আমার স্বপ্নের দিন গুলি।'


হে সাথী!
'দূরত্বের এ প্রেমে, ব্যবধান বাড়িয়েছে
অবুঝ মানুষ গুলি।
দূরত্বের আধিপত্য ভেদ করে,
চলো সারা দিই,
মিলনের নির্বোধ ইশারাতে।
ভরিয়ে দেব আবার তোমাকে
ভালোবাসার চুম্বনে।'


হে সাথী!
'আর নয় দেরি!
আবদ্ধ এ প্রেমে, জং ধরাচ্ছে খালি,
ভুল বোঝা কথা গুলি।
ক্ষয়িষ্ণু সময়ের হাত ধরে
চলো বেড়িয়ে পরি
নির্জন দূর কোনো প্রবাসে,
যেখানে আবার এক হতে পারি।'


হে সাথী!
'থমকে থাকা এ ভালোবাসার
নিস্তরঙ্গ সুমদ্রে,
চলো তুফানি ঢেউ তুলবো।
শীতল নিস্তব্দ রাত্রে,
তোমার কবোষ্ণ নিঃশ্বাসে
আমি উষ্ণ হবো।।'